×

আন্তর্জাতিক

বিজেপি ক্ষমতায় এলে জেলা হবে সুন্দরবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১০:২৪ এএম

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৩ মার্চ) পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের গোসাবায় বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রতিশ্রুতি দেন।

এসময় সুন্দরবনকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ২০১৫,১৬ এবং ১৯ এও মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা। এছাড়াও সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর শাখা গড়ে তোলা হবে।

তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা পিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। বাঘ সংরক্ষণে আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অমিত শাহ আরও বলেন, আম্পানের সাহায্যের সেই ১০ হাজার কোটি রুপি কোথায় গেল? সব টাকা তো গেছে ভাইপোর কোম্পানিতে। বিজেপি এই বাংলায় ক্ষমতায় এলে বিশেষ তদন্ত দল বা সিট গঠন করে সব টাকা বের করে আনা হবে।

গোসাবায় জনসভার পর অমিত শাহ মেদিনীপুর শহরে বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত একটি রোড শোতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App