×

জাতীয়

বঙ্গবন্ধু দেশে-বিদেশে অনুপ্রেরণার উৎস: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৫:৩১ পিএম

বঙ্গবন্ধু দেশে-বিদেশে অনুপ্রেরণার উৎস: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন / ফাইল ছবি

মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাগত বক্তার বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, অনুপ্রেরণা। তিনি স্বদেশে বিদেশে অনুপ্রেরণার উৎস। আমরা তোমাকে জানিয়ে দিতে চাই তোমার বাংলাদেশ আজ তলাবিহীন ঝুঁড়ি নয়।

বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ১০ দিনব্যাপী অনুষ্ঠানের অষ্টমদিনে 'শান্তি ও মানবতার অগ্রদূত' প্রতিপাদ্যে আলোচনায় এসব কথা বলেন তিনি।

একে আবদুল মোমেন বলেন, আমরা আজকের বঙ্গবন্ধুকে আশ্বাস দিতে চাই, হে বঙ্গবন্ধু তোমার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলাদেশকে শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলবো। এসময় স্বাধীন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। আলোচক হিসেবে আরও আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App