×

পুরনো খবর

ঢাবি শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে করোনার টিকার নিবন্ধনের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৮:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এ নির্দেশনা দেন।

এতে বলা হয়, করোনার টিকা নেওয়ার জন্য তালিকা প্রণয়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ওই ই-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, যে সকল শিক্ষার্থী এখনো প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, প্রয়োজনীয় সব তথ্য ওয়েব পোর্টালে গিয়ে দিতে হবে তাদের নিবন্ধনের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App