×

খেলা

জন্মদিনে অনুশীলনে ব্যস্ত সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১২:৩৩ পিএম

জন্মদিনে অনুশীলনে ব্যস্ত সাকিব

ব্যাটিং প্র্যাকটিসে সাকিব আল হাসান

জন্মদিনে অনুশীলনে ব্যস্ত সাকিব

আজ সকালে হোম অফ ক্রিকেট মিরপুরে প্রায় এক ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা। আজ ৩৪ বছরে পা দিলেন বাংলাদেশি ক্রিকেটার। নানা সময়ে নানা বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এবার মার্কিন মুল্লুকে বসে ফেসবুক লাইভে বিসিবি কর্মকর্তাদের সমালোচনা করে ক্রীড়াঙ্গনে তোলপাড় ফেলে দেন। এ ঘটনার দু'দিন পর ২২ মার্চ গভীর রাতে ঢাকা ফিরেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। দেশে ফিরে ২৩ মার্চ সারাদিন নিরব থাকার পর আজ ২৪ মার্চ বুধবার সাত সকালের হোম অফ ক্রিকেট মিরপুরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান মিরপুরে এসেছেন এই সংবাদ মুহুর্তের মধ্যে মিডিয়া কর্মীদের মধ্যে পৌঁছে গেলে সবাই দ্রুত মিরপুরের উদ্দেশে ছুটে আসেন। সকাল আটটা ৪৭ মিনিটে মিরপুর স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে ব্যাট-প্যাড-কিটস নিয়ে সকাল ৯টায় ইনডোরের ন্যাচারাল উইকেটে ঘন্টাখানেক ব্যাটিং প্র্যাকটিস করেছেন সাকিব। আইপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে মূলত ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান। আইপিএলে সাকিবের কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের মোকাবেলা করবে। এ মাসের শেষের দিকে আইপিএলে অংশ নিতে ভারত যাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। [caption id="attachment_273496" align="aligncenter" width="871"] আজ সকালে হোম অফ ক্রিকেট মিরপুরে প্রায় এক ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান[/caption] ১৯৮৭ সালের ২৪ শে মার্চ আজকের এই দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হওয়া ক্রিকেটার নিজের ৩৪ তম জন্মদিন দেশি পালন করবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। ২০০৬ সালের আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিশ্বসেরা এই ক্রিকেটার। ওয়ানডে অভিষেক এর কয়েক মাস পর একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক ঘটে তার। ২০০৭ সালে ভারতের বিপক্ষে ঘটে টেস্ট অভিষেক। বাংলাদেশের জার্সি গায়ে বিশ্ব ক্রিকেটে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ১০ হাজার রান এবং ৫০০ উইকেট অর্জন করা এ টাইগার ক্রিকেটার দীর্ঘদিন ধরে ওয়ানডে অলরাউন্ডার ব্যাংকিং এ শীর্ষে ছিলেন। একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। সাদা পোশাকের সাকিব আল হাসান ৫৭ টেস্টের ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৩৯৩০ রান। টেস্টে তিনি পাঁচটি শতক এবং ২৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বল হাতে ২১০ উইকেট তুলে নিয়েছে। ওয়ানডে ক্যারিয়ারে ২০৯ ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ৬৪৩৬ রান। ওয়ানডে ক্যারিয়ারে সাকিব-আল-হাসান এ পর্যন্ত ৯ শতক এবং ৪৮ টি অর্ধশতক হাঁকিয়েছেন। উইকেট নিয়েছেন ২৬৬ টি। বাংলাদেশের হয়ে ৭৫ টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ১৫৬৭ রানের পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ৯২ উইকেট। আজ অনুশীলন শেষে মিডিয়া কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব আল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App