×

জাতীয়

করোনায় মৃত্যু ২৫, আজও শনাক্ত সাড়ে তিন হাজার ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৪:১৫ পিএম

করোনায় মৃত্যু ২৫, আজও শনাক্ত সাড়ে তিন হাজার ছাড়াল

প্রতীকী ছবি।

করোনায় মৃত্যু ২৫, আজও শনাক্ত সাড়ে তিন হাজার ছাড়াল

প্রতীকী ছবি।

করোনায় মৃত্যু ২৫, আজও শনাক্ত সাড়ে তিন হাজার ছাড়াল

প্রতীকী ছবি।

দেশে করোনা শনাক্তের ৩৮২তম দিন আজ। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী । এসময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশে। বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে সুস্থ হয়েছে এক হাজার ৯১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।

এতে আরও বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে, এবং করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮।

২০২০ সালের ১৬ জুলাইয়ে তিন হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এরপর চলতি বছর মঙ্গলবার (২৩ মার্চ) প্রথমবারের মত শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তর সেদিন তিন হাজার ৫৫৪ জন নতুন রোগী শনাক্ত এবং ১৮ জনের মৃত্যুর খবর জানায়।

এর আগে ১৮ মার্চ গত আড়াই মাসে সর্বেোচ্চ শনাক্ত হয় ২ হাজার ১৮৭ জন। বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App