×

সারাদেশ

হোটেল কোয়ারেন্টিন থেকে ‘লন্ডনি’র ধুমধাম করে বিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১১:০০ পিএম

হোটেল কোয়ারেন্টিন থেকে ‘লন্ডনি’র ধুমধাম করে বিয়ে

মঙ্গলবার (২৩ মার্চ) বিয়ের খবর জানাজানি হয়। এ ঘটনায় নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলের চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছেন।

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২০ মার্চ হোটেলে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী। মঙ্গলবার (২৩ মার্চ) সেই বিয়ের খবর জানাজানি হয়। এ ঘটনায় নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলের চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে হোটেলের ব্যবস্থাপককে বরখাস্ত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লা ভিস্তা হোটেলে অস্থায়ী প্যান্ডেল বানিয়ে কোয়ারেন্টিন অবস্থায় বিয়ে করেন প্রবাসী বর। বরের মা নিজেই বিয়ের কেনাকাটা। বিয়েতে হোটেলে প্রায় ৫০ জন অতিথিকে আপ্যায়নও করা হয়। ১৮ মার্চ সকালে হোটেলে ওঠার পর বিকেলে সিলেট সদর উপজেলার বাসিন্দা কনের সঙ্গে প্রবাসী বরের আকদ সম্পন্ন হয়। এরপর ২০ মার্চ উভয় পরিবারের প্রায় ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এখন তিনি নতুন স্ত্রীকে নিয়ে হোটেলে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলে কর্মরতদের ‘ম্যানেজ’ করে কেনাকাটাসহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হোটেলের ব্যবস্থাপক তারেক আহমদ দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে আকদ হয়েছে।

লা ভিস্তা হোটেলের চেয়ারম্যান ও সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব জানিয়েছেন, এ ঘটনার পর হোটেলের ব্যবস্থাপককে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা করতে দেওয়ায় হোটেলের সংশ্লিষ্ট কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ন ম বদরুদ্দোজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App