×

জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে ৩৪ জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৪:৩২ পিএম

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে ৩৪ জনকে জরিমানা

কমলাপুর রেল স্টেশনে মোবাইল কোর্ট। ছবি: ভোরের কাগজ

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় চলা অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) মতিঝিল রাজস্ব সার্কেল মাহনাজ হোসেন ফারিবা। এসময় মাস্ক ব্যবহার না করায় ৩৪ জনকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

মাহনাজ হোসেন ফারিবা ভোরের কাগজ লাইভকে বলেন, হঠাৎ করেই কোভিড-১৯ আক্রান্তের সখ্যা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে করোনার দ্বিতীয় প্রভাব রুখতে স্বাস্থ্যবিধি অনুসরণে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসন ঢাকা এর পক্ষে জনসাধারণকে মাস্ক বিতরন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ৩৪ জনকে ৫ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App