×

খেলা

দেশের হয়ে ৫০ তম হাফ সেঞ্চুরির রেকর্ড তামিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৯:৩৪ এএম

দেশের হয়ে ৫০ তম হাফ সেঞ্চুরির রেকর্ড তামিমের
নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। আজ কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের ৫০ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আর এ ফিফটির মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ৫০+ রানের ইনিংস খেলা ব্যাটসম্যানও হয়ে গেলেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। লিটন দাসকে নিয়ে ইনিংসের শুভ সূচনা করতে মাঠে নামেন তামিম। দলীয় চার রানের মাথায় লিটন বিদায় নিলেন সৌম্য সরকার কে নিয়ে জুটি বাঁধেন টাইগার অধিনায়ক। ৪৬ বলে ৩২ রান করে সৌম্য সাজঘরে ফিরে গেলে তামিম এর সঙ্গে জুটি গড়ে তুলেন মুশফিকুর রহিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। ১০২ বল মোকাবেলা করে ৭২ রানে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল। ২১২ ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে আজ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ তম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App