×

শিক্ষা

ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:৫৩ পিএম

ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও প্রগতিশীল বাম ছাত্রজোটের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত এক কর্মীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: ভোরের কাগজ

ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে প্রগতিশীল ছাত্রজোটের নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় বেশ কয়েজন আহত হয়েছে। তাদের মধ্যে নয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহিনুর সুমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা, ঢাবি শাখার এজিএস মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সংগঠক জাবির আহমেদ জুবেল ও জান্নাতুল ফেরদৌস।

আহত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের কুশ পুত্তলিকা ও বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুইশো নেতাকর্মী লাঠিসোঠা, ইটপাটকেল ও ভাঙা বেঞ্চ নিয়ে আমাদের উপর হামলা চালায়। তারা কয়েক দফায় হামলা চালায়। প্রথম দফায় হামলার পর আমরা আবার সেখানে দাঁড়াই। তখন আবার ছাত্রলীগ হামলা চালায়। এতে আমাদের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App