×

জাতীয়

১৩ কোটি টাকা লোপাট, জনতা ব্যাংকের দুই ডিজিএমের নামে মামলা দুদকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৬:২৫ পিএম

জাল কাগজপত্র তৈরি করে রপ্তানি জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে প্রায় ১৩ কোটি টাকা লোপাটের ঘটনায় জনতা ব্যাংকের দুই ডিজিএমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সোমবার (মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর। মামলায় আসামিরা হলেন- মেসার্স আসিফ অ্যাপারেলস লিমিটেড এবং আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, পরিচালক আসিফ সালাহ উদ্দিন মালিক, জনতা ব্যাংকের এসপিও মো. মোর্তেজা আলম, জনতা ব্যাংকের হিউমেন রিসোর্স বিভাগের এজিএম মো. শাহাব উদ্দিন দাউদ, একই বিভাগের ডিজিএম এম এম আব্দুল হক এবং পিআরএলে থাকা ডিজিএম মো. শাহনুর হোসেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে জাল রেকর্ডপত্র তৈরি করে বিদেশে মালামাল রপ্তানি না করে রপ্তানি সংক্রান্ত এফডিবিপি ডকুমেন্ট তৈরি করে। আসামিরা মেসার্স আসিফ অ্যাপারেলস লিমিটেডের নামে ৮টি ও আসিফ ফ্যাশন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের নামে ১০টি জাল এফডিবিপি ডকুমেন্টে ক্রয়-বিক্রি দেখিয়ে জনতা ব্যাংক লিমিটেডের করপোরেট শাখা থেকে দুই ধাপে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ওই আত্মসাতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App