×

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসছেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি প্রতিষ্ঠান নিয়ে ফিরে আসবেন বলে জানিয়েছেন একজন উপদেষ্টা। রবিবার (২১ মার্চ) ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার এ কথা জানান। খবর ফক্স নিউজের। তিনি বলেন, আমার ধারনা ডোনাল্ড ট্রাম্প সম্ভবত দুই বা তিন মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসবেন। সেখানে তার প্রতিষ্ঠানটি সবেচেয়ে জনপ্রিয় হয়ে উঠবে। কারণ সবাই অপেক্ষা করবে এবং দেখবে ট্রাম্প ঠিক কি করে। মিলার বলেন, এই নতুন প্রতিষ্ঠানটি অনেক বড় হতে যাচ্ছে। মিলার ভবিষ্যদ্বাণী করেন যে ট্রাম্প কোটি কোটি মানুষকে আকর্ষণ করবেন। ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের সমর্থন অব্যাহত রাখবেন। জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ সহিংসতার পর থেকে মি. ট্রাম্পের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করেছে প্রতিষ্ঠান দুইটি। ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এর কয়েকদিন পরে, টুইটার ঘোষণা করে, সহিংসতায় আরও উস্কানি দেয়ার আশঙ্কায় মি. ট্রাম্পের অ্যাকাউন্ট অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App