×

মুক্তচিন্তা

ভিআইপি সংস্কৃতি ও জনদুর্ভোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:১২ এএম

আরিফুল ইসলাম শহরাঞ্চলে যানজট নতুন কিছু নয়। মাত্রাতিরিক্ত যানজট নগরবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে, সেই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া বর্তমানে জনদুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে ভিআইপি রাজত্ব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রতিদিন আসছে বিদেশি রাষ্ট্রীয় অতিথি। এসব বিদেশি অতিথির নিরাপত্তার স্বার্থে প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে। আর তাতেই সীমাহীন দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। মানবজীবনে কঠিন প্রভাব ফেলছে ভিআইপি বিড়ম্বনা। ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জনজীবন। রাস্তাঘাট বন্ধ ও তীব্র যানজটের ফলে সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। শুধু রাস্তাঘাটই নয়, ভিআইপি নিরাপত্তার স্বার্থে ফুটপাত-ওভারব্রিজ চলাচলও বন্ধ করে দেয়া হয়। ভিআইপি চলাচলের ক্ষেত্রে সড়কে অ্যাম্বুলেন্সও যেতে দেয়া হয় না। অ্যাম্বুলেন্সে অনেক মুমূর্ষু রোগী থাকলেও যেন ভিআইপি চলাচলের ঊর্ধ্বে নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বারবার চোখের সামনে আসছে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ভিআইপির আগমনের কবলে। বন্ধ করে দেয়া সড়কে অ্যাম্বুলেন্সও আটকে আছে। এভাবে প্রতিদিন সড়কে দীর্ঘ হচ্ছে ভিআইপি ভোগান্তি। শুধু তাই নয়, ভিআইপি চলাচলে রাস্তা বন্ধ হওয়ার ফলে কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলেও অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছতে পারে না। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটার শঙ্কা থেকে যায়। সড়কে এখন সবচেয়ে বড় ভোগান্তি ভিআইপি সংস্কৃতি। আমাদের দেশে দ্রুত অ্যাম্বুলেন্স চলাচল ও বিভিন্ন জরুরি সেবাদানকারী যানবাহন চলাচলের জন্য নেই বিশেষ কোনো লেন। ফলে জনদুর্ভোগ থামছে না। ভিআইপিদের জন্য বিশেষ সুবিধা থাকলেও জনসাধারণের ভোগান্তি যাতে না হয় সে ব্যাপারে মনোযোগী হতে হবে। ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রিত রেখে সাধারণ মানুষের যাতায়াত ও যে কোনো জরুরি সেবাদানকারী যানবাহনকে যে কোনো পরিস্থিতিতেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া উচিত। ভিআইপি চলাচলের ক্ষেত্রে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার সংস্কৃতি দূর করতে হবে। বিধি অনুযায়ী ভিআইপির জন্য নিরাপত্তা প্রটোকল থাকবে। কিন্তু তাদের চলাচলের জন্য কোনো সড়ক বন্ধ বা অন্য কোনো যানবাহনের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের একপাশ খালি করে চলাচলের বিধান আছে। উল্টো পথে চলা বা অন্য গাড়ি সরিয়ে চলাচলেরও কোনো সুযোগ নেই কোনো ভিআইপির। কিন্তু আমাদের বাংলাদেশে ভিআইপি সংস্কৃতিটা অনেকটাই অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত যেতে ভিআইপি পরিচয় ব্যবহার করে আমাদের দেশে প্রায়ই এমপি-মন্ত্রী থেকে শুরু করে সরকারি চাকরি পদস্থ বিভিন্ন কর্মকর্তাদের গাড়ি রাস্তার উল্টো দিক দিয়ে যেতে দেখা যায়। রাস্তার উল্টো দিক দিয়ে যাওয়ার ফলে তীব্র যানজট লেগে যায়। এভাবে সড়কে সৃষ্ট যানজট বর্তমানে অসহনীয় হয়ে পড়েছে। ভিআইপি ভোগান্তি কমাতে তাই সর্বপ্রথম সুস্পষ্ট নীতিমালা গঠন করা প্রয়োজন। কারা ভিআইপি সুবিধা পাবে, সেটি আইন করে নির্ধারণ করতে হবে। প্রয়োজনে ভিআইপি বিড়ম্বনা এড়াতে সরকার কর্তৃক বিশেষ পদক্ষেপ গ্রহণ জরুরি। ভিআইপি চলাচল, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্সের জন্য সড়কে আলাদা সার্ভিস লেন তৈরি করলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, চট্টগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App