×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৩:১৭ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১

ঝাড়গ্রামে তৃণমূলকর্মীর মৃত্যু। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ঝাড় গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ এসেছে। রবিবার ( ২১ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতের পর ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদ।  তৃণমূলের অভিযোগ, বিজেপির মারধরের জেরেই মৃত্যু হয়েছে। স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরায় গিয়েছিলেন দুর্গা সোরেন এবং তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের গালিগালাজ করেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। তারপর থেকেই দুর্গার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুর্গাকে মৃত ঘোষণা করেন। নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন বলেন, বিজেপির লোকজন আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন, গালিগালাজের প্রতিবাদ করেই মৃত্যু হয়েছে দুর্গার। বাংলায় উত্তরপ্রদেশের সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সন্ধ্যায় নেতুরা বাসস্ট্যান্ডে দলের পঞ্চায়েত সদস্য মানিক সাউয়ের ভাই তারককে মারধর করা হয়। তার দুটি হাত ভেঙে গেছে। ঝাড়গ্রামের বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো জানান, ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App