×

সারাদেশ

কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৬:৩০ পিএম

কৃষক হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

আসামী সাগর ও মোহাম্মদ হক

মেহেরপুরের হিজুলী গ্রামের নুর ইসলাম নামের এক কৃষককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (২২ মার্চ) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো, সদর উপজেলার হিজুলী গ্রামের মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, সাগর, আলফাজ ও হামিদুল। রায় ঘোষনার সময় মোহাম্মদ হক ও সাগর আদালতে উপস্থিত থাকলেও আলফাজ, হামিদুল ও মেহাম্মদ সোনা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের নুর ইসলাককে হত্যা করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদি হয়ে ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App