×

জাতীয়

বঙ্গবন্ধুর নির্দেশেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৮:৫৪ পিএম

বঙ্গবন্ধুর নির্দেশেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি

রবিবার কক্সবাজারে মুক্তিযুদ্ধের ঐক‍্যের সভায় বক্তব‍্য রাখছেন ভোরের কাগজ সম্পাদক শ‍্যামল দত্ত। ছবি: ভোরের কাগজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নির্ভিক বাঙালি জাতি। আর সে কারণেই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জনে সফল হয়েছি। মুক্তিযুদ্ধের ঐক‍্যের কক্সবাজার জেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব‍্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, জাতির জনকের উপর আস্থা রেখে বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। অপপ্রচার ও দেশ বিরোধীদের ষড়যন্ত্রে আমরা পিছপা হতে পারিনা। বাঙালি বীরের জাতি। আমরা বঙ্গবন্ধু সৈনিক, বাঙ্গালি মাথা নত করতে শিখেনি।

বিশেষ অতিথির বক্তব্যে ভোরের কাগজের সম্পাদক শ‍্যামল দত্ত বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে হলে অসম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে ক্ষমতায় রাখতে হবে। সাম্প্রদায়িক উস্কানি দেশের জন‍্য অত‍্যন্ত ক্ষতিকর। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

মুক্তিযুদ্ধের ঐক‍্য কক্সবাজার জেলা শাখার আহবায়ক মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও উজ্জল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধকের বক্তব‍্য দেন মুক্তিযুদ্ধের ঐক‍্য কেন্দ্রীয় কমিটির আহবায়ক মেজর (অব.) এ এস এম শামসুল আরেফীন। বিশেষ অতিথির বক্তব‍্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক এমপি, মনিরুজ্জামান মনির, শামসুল আলম ও মাহমুদুল হক মাদু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App