×

জাতীয়

বনানী কবরস্থানে চিরনিদ্রায় বিএনপি নেতা রুহুল আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১০:৩৩ পিএম

বনানী কবরস্থানে চিরনিদ্রায় বিএনপি নেতা রুহুল আলম

রুহুল আলম চৌধুরীর কফিনে নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২০ মার্চ) বাদ আসর বনানীর সামরিক কবরস্থানের পাশের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ, রুহুল আলম চৌধুরীর মেয়ের জামাতা এ কে এম মহিউদ্দিন প্রমুখ। শনিবার সকাল সোয়া ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুহুল আলম চৌধুরীর মৃত্যু হয়।

গত ১০ মার্চ জ্বর-সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App