×

সারাদেশ

জুড়ীর ফুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০২:১৫ পিএম

জুড়ীর ফুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জুড়ীর ফুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০)

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত বাপ্পা মিয়া বটুলী এলাকার আবদুর রউফের ছেলে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, পতাকা বৈঠকের পর লাশ দেশে আনা হবে এবং ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App