×

খেলা

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১১:৪৯ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

শনিবার টি-টোয়েন্টি সিরিজ জিতে ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে ভারতীয় ফিল্ডারদের উল্লাস

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে শার্দুল ঠাকুরের উল্লাস। ভারতের পক্ষে ৩ উইকেট তুলে নেন এই বলার

চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানোর পর টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। শনিবার (২০ মার্চ) আহমেদাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডে ৩৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক ভারত। বিরাট কোহলিদের ২২৪ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ফলে ৩৬ রানে জয় পায় ভারত। সেইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে জজ বাটলার ৩৪ বলে ৫২ রান এবং ডেভিড মালান ৪৬ বলে ৬৮ রান ছিল উল্লেখ করার মতো। অন্য ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ১৫ রানে ২ উইকেট এবং শার্দুল ঠাকুর ৪৫ রানে ৩ উইকেট তুলে নেন। এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ২২৫ টার্গেট দেয় ভারত। ম্যাচটিতে ভারতের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন রোহিত শর্মা। ইংল্যান্ডের আদিল রশিদ এবং বেন স্টোক উভয়ে একটি করে উইকেট তুলে নেন। [caption id="attachment_272705" align="alignnone" width="785"] ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে শার্দুল ঠাকুরের উল্লাস। ভারতের পক্ষে ৩ উইকেট তুলে নেন এই বলার[/caption] অধিনায়ক বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে ইনিংসের শুভ সূচনা করেন। উদ্বোধনী জুটিতে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেন দুজনে। ৩৪ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন। এর পর কোহলি হার্দিক পান্ডিয়াকে নিয়ে অবশিষ্ট পথটুকু পাড়ি দেন। এর আগে ১৭ বলে ৩২ রান করে আউট হন সুরিয়া কুমার যাদব। সিরিজের আগের চারটি ম্যাচের মধ্যে ভারত দুটি ও ইংল্যান্ডকে দুটি ম্যাচে জয় তুলে নেয়। ফলে আজকের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যে দল জয় পাবে সে দলই সিরিজ জয় করতে পারবে। ৩৬ রানে ম্যাচ জিতে সিরিজ জিতল ভারত । ইংল্যান্ডকে জিততে হলে এই ম্যাচটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেতে হতো। ইংল্যান্ডকে করতে হতো ২২৫ রান। ভারতের বিপক্ষে ২০১৫ সালে ২০০ রান তাড়া করে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর কোন দল তাদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দুইশ ছুঁতে বা পার হতে পারেনি। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে ২২৩ রান তাড়া করেও জেতার রেকর্ড রয়েছে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিল ইংলিশরা। এটি টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগে চার ম্যাচে ভারত ও ইংল্যান্ড দুদলই দুটি করে জয় পেয়েছে। ফলে সিরিজ ২-২ ব্যবধানে সমতা ছিল। সে হিসেবে আজকের পঞ্চম ও সর্বশেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই অঘোষিত ফাইনালে আজ শনিবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে বিরাট কোহলি বাহিনী। প্রথম ম্যাচে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারত জিতে ৭ উইকেটে। পরের ম্যাচে আবার ৮ উইকেটে ইংল্যান্ড জয়ী। সিরিজের চতুর্থ ম্যাচে অভিষিক্ত সুরিয়াকুমার যাদবের ব্যাটে ৮ রানে জয় পায় বিরাট কোহলির দল। শনিবার ভারত সহজ জয়ের ফলে সিরিজ নিশ্চিত করে। এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজে জো রুট বাহিনীকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রবি শাস্ত্রীর শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App