×

সাময়িকী

জীবনবোধ ও শিল্পের ভিতর-বাহির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১২:২৪ এএম

জীবনবোধ ও শিল্পের ভিতর-বাহির
সাইফুজ্জামান কিছু চিত্র প্রকৃতি জীবন, প্রকৃতি ও মানুষের লড়াই সংগ্রামের বর্ণিল দিক তুলে ধরে। এই চিত্র মালায় খুঁজে পাওয়া যায় প্রেম, বিরহ, আত্মমগ্নতা ও জীবন জিজ্ঞাসা। শ্রমজীবী মানুষের বেঁচে থাকা, দিনযাপন, স্বপন বৃত্তান্ত নিয়ে বিস্তর কাজ করেছেন শিল্পী। আমাদের সময়ের প্রবাহে কিছু মুখ উজ্জ্বল হয়ে ওঠে সৃজনে, নির্মাণে। সালমীম খান কলি এই প্রজন্মের শিল্পী। তার তুলিতে ফুটে ওঠে আনন্দ-বেদনা ও মুখরিত জীবনের জয়গান। জন্ম : ৭ অক্টোবর ১৯৯৩ টাঙ্গাইলে। ঢাকা শহরেই তার বেড়ে ওঠা, এক ধরনের বেদনাবোধ স্ফুয়িত হয়ে ওঠে চিত্রের বহুতল বিন্যাসে। বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি অতৃপ্তি তাকে ঘিরে রাখে জীবন ও মানুষের মনস্তত্ত্ব এবং তার প্রকাশ দেখা যায় শিল্পী কলির চিত্রমালাগুলোতে। জয়নুল আবেদীন বার্ষিক এওয়ার্ড প্রদর্শনী (২০১৩) ও (২০১৫) ছাড়া ২০ জন তরুণ শিল্পীর বিশেষ প্রদর্শনী, মহাত্মা গান্ধীর বায়োগ্রাফি প্রদর্শনী (২০১৮) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০০টি প্রতিকৃতির প্রদর্শনী (২০১৮) মধ্যে তার অসাধারণ অসাধারণ চিত্রকর্ম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রদর্শনী (২০১৯) শ্রেষ্ঠ চিত্রকর্মের একটি। আলোকচিত্রে বাংলাদেশের নৌকা’ নিয়ে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধটি শিল্পযোদ্ধাদের নজর কেড়েছিল ২০১৮ সালের ৮ ডিসেম্বরে। সালমীম খান কলি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত আছে। এর আগে স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে শিল্পকলার শিক্ষক, স্বেচ্ছাসেবী ও জনহিতৈষী কর্মকাণ্ডে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। পোশাক শ্রমিকদের দিন রাতের সংগ্রাম, আমাদের অর্থনৈতিক চাকা ও স্বপ্ন যুক্ত হওয়ার বৃত্তান্ত শিল্পী কলির জানা। সুই-সুতোর মেলবন্ধনে গার্মেন্টস শ্রমিক অসম্ভব প্রাণ স্পন্দনের সঞ্চার করে। গার্মেন্টস কর্মীদের কাজ, জীবন, অনুভূতি, হাসি, কষ্ট দৃঢ়টা, বাংলাদেশের আর এম জি সেক্টরের নানান দিক তার চিত্রকর্মের আগ্রহের বিষয়। আর এম জি সেক্টরের শ্রমজীবী, গার্মেন্টস কর্মী, নদী-বন্দর ও কারখানার চিত্র তিনি যত্নের সাথে ফুটিয়ে তুলেছেন তুলির আঁচড়ে। গার্মেন্টস কর্মীদের জীবনে মোবাইল ব্যাংকিং ও বাংলাদেশের আর এম জি সেক্টরের শ্রমজীবী মানুষের অর্জনকে চিত্রশিল্পী কলি মুখ্য বিষয় হিসেবে তার ক্যানভাসের বিষয় নির্বাচন করেন। প্রতিদিন যে সকালে যে নারী হেঁটে তার কর্মক্ষেত্র পোশাক কারখানায় পৌঁছে, তার টিফিন কেরিয়ারে থাকা সামান্য খাবার ক্ষুন্নিবৃত্তির উপাদান। মধ্যাহ্ন ভোজে তার প্লেটে লংকা, লবণ, ভাত সামান্যই থাকে। আমাদের নতুন প্রজন্মের বেড়ে ওঠা ভবন নির্মাণের কলাকৌশল, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা, নিরাপদ জীবনের প্রাণান্ত পরিশ্রমের গল্প ও বাস্তবতা শিল্পী কলির চিত্রে প্রজ্বলিত হয়ে ওঠে। গন্তব্যে পৌঁছুবার জার্নি সুখী হওয়ার জন্য নিরন্তর সমর্পণ আমরা প্রত্যক্ষ করি শিল্পীর চিত্রকর্মে। নারীর ক্ষমতায়ন ও ইতিবাচক পদযাত্রা তার দৃষ্টিগ্রাহ্য হয়ে ওঠে। লাল সূর্য পতাকা ও মানচিত্রের নির্মাতারা শিল্পী কলিকে আনন্দে রাঙিয়ে দেয়। কারখানার ভেতর-বাইরের এক জীবনকে শিল্পী কলি বারবার আবিষ্কার করেন। মানুষের অগ্রযাত্রা, আনন্দকে ধারণ করে সে এগিয়ে যেতে চায় বহুদূর। প্রচলিত সমাজ ব্যবস্থায় বহুমাত্রিক বাধা, আত্মসমর্পণ তাকে গভীরভাবে স্পর্শ করে। একজন কর্মজীবী নারী যখন মা ও সংসারের মূল চালিকাশক্তি তখন শিল্পী সালমীম খান কলিকে ভাবতে হয় পৃথিবীকে অন্যভাবে। সেকারণেই গভীর জীবনবোধ ও শিল্পের ভিতর-বাহির নিয়ে নিরন্তর ভাঙা-গড়ার কাজ তাকে করতেই হয়। কিন্তু ভুলে গেলে চলে না এই জীবন আনন্দ, সুখ, ঐশ্বর্যকে শুধুমাত্র স্পর্শ করে না। জীবনের পরতে পরতে জড়িয়ে থাকে এক বেদনা, হারাবার কষ্ট, না পাওয়ার হাহাকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App