×

জাতীয়

পাপুলের আসনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৩:৫৩ পিএম

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দিলো নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার স্বাক্ষরিত এ নির্দেশনাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিবকে পাঠান হয়েছে। বৃহষ্পতিবার (১৮ মার্চ) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। একজন যুগ্ম জেলা জজ ও একজন সিনিয়র সহকারী জজ/সহকারী জজের সমন্বয়ে গঠিত হবে এই কমিটি, যারা ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্দেশনায় বলা হয়েছে- ‘গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য গত ৩ মার্চ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল ওই আসনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আরপিও অনুযায়ী, নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করার বিধান রয়েছে। তদন্ত কমিটিতে ওই নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একটি নির্বাচনী তদন্ত কমিটির জন্য একজন ‘যুগ্ম জেলা জজ এবং একজন সিনিয়র সহকারী জজ/সহকারী জজ (নাম ও পদবী উল্লেখপূর্বক)- মনোনয়ন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App