×

জাতীয়

আইনজীবী খলিলের ভিডিওটি উসকানিমূলক দাবী র‌্যাবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:৪১ পিএম

আইনজীবী খলিলের ভিডিওটি উসকানিমূলক দাবী র‌্যাবের

আইনজীবী ইব্রাহীম খলিল

সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহীম খলিলের গ্রেপ্তার নিয়ে প্রকাশিত হওয়া ভিডিওটি উসকানিমূলক বলে দাবী করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এমন দাবী করা হয়।

র‌্যাবের ভাষ্য, র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের সিপিসি-৩ এর একটি দল গত ১১ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে চকবাজার খাজে দেওয়ান লেনে সরকারী কাজে কর্তব্য পালনে গেলে এবিএম ইব্রাহীম খলিলসহ তার সহযোগীরা কর্তব্যরত র‌্যাব সদস্যদের বাঁধা দেওয়াসহ তাদের উপর অতর্কিত হামলা করে। আসলে ওইদিন র‌্যাব সদস্যরা ওই এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়। এ সময় এবিএম ইব্রাহীম খলিল ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। আইডি কার্ড ও জ্যাকেট দেখানোর পরেও র‌্যাব সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা সেখানে থেকে চলে যাওয়ার জন্য মোটর সাইকেলের দিকে অগ্রসর হলেও পেছন থেকে তারা ভূয়া র‌্যাব বলে চিৎকার করে অতর্কিতভাবে আক্রমণ করে এবং উপর্যপুরি কিল-ঘুষি মেরে তাদের জখম করে। পরে র‌্যাব সদস্যদের চিৎকারে আশেপাশের জনগণ সাহায্যার্থে এগিয়ে এসে তাদের উদ্ধার করে। অতঃপর জনগণের সহযোগিতায় এবিএম ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই মামলার পর তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়। কিন্তু দেখা যায় পরেরদিন ১২ মার্চ একটি ভিডিও প্রকাশ হয় যেখানে আইনজীবী খলিল দাবী করেন, তাকে ১০ মার্চ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তা সত্য নয়। কারণ তাকে খাজে দেওয়ান লেন থেকে গ্রেপ্তারের অবস্থান উপযুক্ত সাক্ষী, উপস্থিত জনগণ ও প্রযুক্তি দ্বারা সন্দেহাতীতভাবে নিশ্চিত। এছাড়া ১০ মার্চ বুধবারে তাকে সুর্প্রিম কোর্ট প্রাঙ্গনেও দেখা যায়নি মর্মে র‌্যাবের কাছে সংশ্লিষ্টরা বিবৃতি দিয়েছে। অতএব এবিএম ইব্রাহিম খলিল তার দাবি অনুযায়ী বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গন হতে গ্রেফতার করার বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে তিনি তার উপর বিভিন্ন মনগড়া ও অবিশ্বাস্য অত্যাচারের বর্ণনা দিয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। র‌্যাব একটি পেশাদার বাহিনী ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্ণিত ভিডিওটিতে এবিএম ইব্রাহীম খলিল উসকানীমূলক আঙ্গিকে এলিট ফোর্স র‌্যাব সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। যা একজন সচেতন নাগরিক হিসেবে অনৈতিক ও অনাকাঙ্খিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App