×

জাতীয়

হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০১:৫০ পিএম

হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত

হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: ভোরের কাগজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৩য় তলার আইসিইউতে থাকা হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়। বুধবার সকাল ৮টা কিছুক্ষণ পরে ১২ নম্বর বেডে থাকা হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনে বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো আইসিইউ ইউনিট। প্রত্যক্ষদর্শী নার্স ও ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ এ কথা তথ্য নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন আল আজাদ ভোরের কাগজ লাইভকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে আইসিইউ ইউনিট ঠিক করা জরুরি হয়ে পড়েছে। আমরা এখন সে চেষ্টাই করে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App