×

জাতীয়

বাবাকে কোলে করে দৌড় দেন আমিনুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০২:১৬ পিএম

বাবাকে কোলে করে দৌড় দেন আমিনুর

মাহবুব মন্ডল তিনি ১০ নম্বর বেডে ছিলেন। ছবি: ভোরের কাগজ

বাপের এক বেড পরেই হঠ্যাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে যাচ্ছিলো। তখন ভাবলাম, বাপকে এখানে রাখলেতো পুড়ে মরবে। তাই অক্সিজেন খুলে কোলে নিয়ে দৌড় দেই। কাতর সরে কথাগুলো বলছিলেন আমিনুর রহমান নামে এক যুবক।

ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৩য় তলার আইসিইউতে লাগা অগ্নিকাণ্ডের সময় আমিনুর রহমান ও বাবা মাহবুব মন্ডল (৫৫) আইসিইউর ১০ নম্বর বেডে ছিলেন।

আমিনুর রহমান ভোরের কাগজ লাইভকে বলেন, ১২ নম্বর বেডে আগুন লাগার পর বাপকে কোলে নিয়ে পাশের পোস্ট সিসিইউ ইউনিটে অক্সিজেন লাগানোর চেষ্টা করি। তখন আনসার সদস্যরা বলতে থাকেন, এখানকার অবস্থাও খারাপ। সবাই বের হন। আবার কোলে নিয়ে সিসিইউ ওয়ার্ডে আসি। এখানে চোখের সামনে দুই রোগী অচেতন হয়ে যায়। বাবাকে নিয়েও চিন্তায় পড়ে গেছিলাম। এখন আইসিইউতে নিতে হবে। কিন্তু কোনো বেড খালি পাচ্ছিনা। কি হবে জানিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App