×

ক্রিকেট

পুরুষ দলে নারী কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৯:৪৯ পিএম

পুরুষ দলে নারী কোচ

সারাহ টেলর

কোনো পুরুষভিত্তিক দলের কথা সামনে আসলেই মনে হবে ডাগআউটে একজন পুরুষ কোচ দাড়িয়ে। এটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই ধারা এবার ভেঙে যাচ্ছে। সেই ধারা ভেঙেছেন ইংল্যান্ডের ইতিহাস সেরা ক্রিকেটার সারাহ টেলর। ইংল্যান্ডের প্রথম নারী হিসেবে দায়িত্ব নিলেন পুরুষ ক্রিকেট দলের। কাউন্টি ক্রিকেটের আসন্ন মৌসুমে সাসেক্স দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। যা কাউন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম।

কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সের কোচিং প্যানেলে সহকর্মী হিসেবে বেন ব্রাউন, ফিল সল্টদের পাচ্ছেন সারাহ টেলর। সাসেক্সে নতুন দায়িত্বের ব্যাপারে তিনি বলেন, ‘খুবই প্রতিভাবান কয়েকজন উইকেট রক্ষক রয়েছে, যাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি আমি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে তাদের কাছ থেকে সেরা বের করে আনাই মূল চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি ভিত্তি ঠিক রেখে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব।’

তিনি আরো বলেন, ‘আমার মাধ্যমেই পুরুষ দলে নারী কোচ দেখার একটা সুযোগ তৈরি হলো। যা ভেবে ভালো লাগছে। আমি অনেকবার লক্ষ্য করেছি, শুধু নারী হওয়ার কারণেই আমাকে মানুষ কম গুরুত্ব দিচ্ছে। তবে আমি সব সময় বাধা ভাঙতে চেষ্টা করেছি। হয়তো আমিই প্রথম। তবে আমি সবার শেষের জন না। আমার মতো আরো অনেক নারী পুরুষ দলের প্রধান প্রধান পদগুলোতে আসবে এটা আমি বিশ্বাস করি।’

সারাহ টেলর ইংল্যান্ডের হয়ে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন। দেশের জার্সি গায়ে তিনি ১০টি টেস্ট, ১২৬টি ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। তিন ফরমেটে ৬ হাজারেরও বেশি রান এসেছে তার ব্যাট থেকে। সাসেক্সের হয়ে প্রায় ১৫ বছর খেলেছেনও সারাহ। উইকেট কিপিংয়েও অনন্য সারাহ টেলর। নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট রক্ষক ইংল্যান্ডের সারাহ টেলর। উইকেটের পেছনে গ্লাভস হাতে তার ক্ষিপ্রতার নজির অনেকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতেও কম যেতেন না এ সুন্দরী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩২টি ডিসমিসাল রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App