×

জাতীয়

ঢামেকে আগুন: ফায়ার ও হাসপাতালের তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০১:৩৮ পিএম

ঢামেকে আগুন: ফায়ার ও হাসপাতালের তদন্ত কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন। ছবি: ভোরের কাগজ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কতৃপক্ষ। একই ঘটনাই তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। কমিটিকে কারণ অনুসন্ধান করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর।

তিনি বলেন, ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের খবরে মোট পাঁচটি ইউনিট পাঠানো হয়। তবে প্রচণ্ড ধোয়ার কারণে আগুন নির্বাপনে বেগ পেতে হয়। ধোয়া নির্গমনে সুযোগও ছিল সীমিত। ধোয়া নির্গমন করার পর আগুন নির্বাপন করতে হয়েছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেনকে প্রধান করে কমিটি করা হবে। ৭ কার্যদিবসের তারা রিপোর্ট জমা দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App