বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বিজিবির

আগের সংবাদ

আলুক্ষেতে বিধ্বস্ত বিমানের পাশে যেন মেলা বসেছে

পরের সংবাদ

এবার করোনা আক্রান্ত রুহুল কবির রিজভী

প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ , ৯:৪৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২১ , ৯:৪৪ অপরাহ্ণ

এবার করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলে তার রিপোর্ট পজিটিভ আসে বলে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত তিন-চার দিন ধরেই রুহুল কবির রিজভী জ্বরে ভুগছিলেন। এর মধ্যে বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।

ডিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়