রাজশাহীর তানোর উপজেলায় প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার পর বুধবার (১৭ মার্চ) সেখানে যেন মেলা বসেছে। তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মধ্যস্থানে সেই আলুক্ষেতে দর্শণার্থীদের ভিড় বেড়েছে। বিমানটির চারপাশে দড়িবেঁধে সীমানা দেওয়া হয়েছে; যেন কেউ বিমানটির কাছে যেতে না পারে। আর দর্শণার্থীদের ঘিরে বসেছে নানা দোকানপাট। তাঁবু টাঙানো কয়েকটি দোকানে ছোলা, চিপস, চানাচুর, বাদাম আর নিমকির পসরা সাজানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিমানটি ওই স্থানে আছড়ে পড়ে। তাতে কেউ হতাহত হয়নি। বিমানে একজন পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দুজনেই সুস্থ আছেন। চেসনা-১৫২ মডেলের এই বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।
রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালিয়েছিল। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি উড়েছিল। বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানটিতে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।
রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি পাহারায় যত দ্রুত সম্ভব বিমানটি সরিয়ে নেয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।