×

জাতীয়

ব্যক্তিগত হাজিরা থেকে ড. ইউনূসকে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৩:০৯ পিএম

ব্যক্তিগত হাজিরা থেকে ড. ইউনূসকে অব্যাহতি

ড. মুহম্মদ ইউনূস। ফাইল ছবি

ব্যক্তিগত হাজিরা থেকে ড. ইউনূসকে অব্যাহতি

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টের তলবাদেশে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ব্যাখ্যা প্রদান শেষে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

গত ১৮ ফেব্রুয়ারি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার বিষয়ে তার বিরুদ্ধে রুল জারি করেছিলেন আদালত। আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, বকেয়া পাওনা পরিশোধ না করায় ২০১৬ সালে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেন সাবেক ১৪ কর্মী। পরে বকেয়া পরিশোধ চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৯৩টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। ফলে ঢাকার শ্রম আদালতে ইউনূসের বিরুদ্ধে সব মিলিয়ে ১০৭টি মামলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App