×

জাতীয়

পি কে হালদারের বান্ধবী রুনাইসহ ৩ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৫:১১ পিএম

পি কে হালদারের বান্ধবী রুনাইসহ ৩ জন গ্রেপ্তার

পি কে হালদোরের বান্ধবী নাহিদা রুনাই ও অবন্তিকা বড়াল। ফাইল ছবি

প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী নাহিদা রুনাইসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন- দুদক। দদক তদন্ত সূত্র জানায়, বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের অর্থ পাচারের অন্যতম সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত নাহিদা রুনাইয়ের ব্যাংক হিসাবে গত চার-পাঁচ বছরের মধ্যে ৭০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এছাড়া রুনাইয়ের কমপক্ষে ২৮ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে কমিশনের তদন্ত দলটি। যা একটি সরকারি দপ্তরে ‘কেরানি পদ’-এ চাকরি করা বাবার অফিস এক্সিকিউটিভ মেয়ের পক্ষে বৈধভাবে অর্জন অসম্ভব বলেই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। পিকে হালদার ইস্যুতে এতো আলোচনা-সমালোচনার মধ্যেও নাহিদা রুনাই নিয়মিত অফিস করছিলেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসে। পি কে হালদারের অর্থ আত্মসাৎ ও পাচারের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যদের একটি দল। পি কে হালদারের কমপক্ষে চারটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেন তিনি নাহিদা রুনাই। পি কে হালদারের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তকারী দুদক দলের সদস্যদের সঙ্গে কথা বলে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। পি কে হালদারের পালানোর বিষয়ে শুনানিতে আগের দিন সোমবার  হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক শাহ আলম এবং ঋণ জালিয়াতিতে প্রশান্ত কুমার হালদারের সহযোগী ও বিভিন্ন দেশে তার প্রমোদ ভ্রমণের সঙ্গী নাহিদা রুনাইকে কেন গ্রেফতার করা হয়নি। এস কে সুর চৌধুরী ও শাহ আলমকে দুদক গ্রেফতার না করায় বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট বলেন, দুদক তাদের গ্রেফতার না করে মেহমানদারি করতে পারে না।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App