×

সারাদেশ

চকরিয়ার ঘুমের মধ্যেই পুড়ে তিন ভাই বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৮:৩৯ এএম

কক্সবাজারের চকরিয়ার আগুনে পুড়ে একই পরিবারের তিন শিশু মারা গেছে। সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছে ১২ বছরের জাহেদুল ইসলাম এবং তার ছোট দুই বোন ১০ বছরের মীম আক্তার ও মিতু মণি (৮)। তারা হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির সন্তান।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেমি পাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবার সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। তিন শিশু ঘুমিয়ে থাকা কক্ষটির চারিদিকে আগুনবেষ্টিত হওয়ায় ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হয়ে ঘরের ভেতর মারা যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর একে একে তিনটি দগ্ধ মরদেহ বের করে আনে। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেন নি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম। তিনি জানান, অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App