×

ক্রিকেট

কোহলির ঝড়ো ইনিংসে ভারতের লড়াকু পুঁজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৯:৩৪ পিএম

কোহলির ঝড়ো ইনিংসে ভারতের লড়াকু পুঁজি

মঙ্গলবার ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত ইনিংস খেলার পথে বাউন্ডারি হাকান বিরাট কোহলি। ছবি সংগৃহীত

কোহলির ঝড়ো ইনিংসে ভারতের লড়াকু পুঁজি
কোহলির ঝড়ো ইনিংসে ভারতের লড়াকু পুঁজি

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৮ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় বিরাট কোহলির দল। ওই ম্যাচে ৭৩ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। মঙ্গলবার (১৬ মার্চ) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই কোহলির ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে রবি শাস্ত্রীর শিষ্যরা। বিরাট কোহলি ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকে। জয়ের জন্য ইংল্যান্ডকে ১৫৭ রান করতে হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটি ভারতের দলীয় ৭ রানের মাথায়ই প্রমাণ করেন পেসার মার্ক উড। উডের শিকার হয়ে এ সময় ফিরে যান লোকেশ রাহুল। আগের কয়েকটি ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার। মার্ক উড এরপর ফেরান রোহিত শর্মাকেও। ১৭ বলে ১৫ রান করেছিলেন রোহিত। আগের ম্যাচে হাফসেঞ্চুরিয়ান ইশান কিষাণও ব্যর্থ হন।

 

ঋষভ পন্তকে নিয়ে মাঝখানে ৪০ রানের জুটি গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। তবে পন্ত ২৫ রান করলে বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সাজঘরে ফিরতে হয় তাকে। ২০ বলে ৩ চারে ২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারতকে শুরুর ধাক্কা দেয়া মার্ক উড ফিরিয়ে দেন শ্রেয়াস আয়ারকেও। আউট হওয়ার আগে আয়ার করেন মাত্র ৯ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস এসেছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ৮ চার ও ৪ ছয়ে ইনিংস সাজান তিনি। টি- টোয়েন্টি ক্যারিয়ারে বিরাটের এটি ২৭তম হাফসেঞ্চুরি। হার্দিক পান্ডেয়া করেন ১৭ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট পান মার্ক উড। ক্রিস জরডান নেন দুই উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App