×

স্বাস্থ্য

করোনায় ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.২৯%

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৩:৫৪ পিএম

করোনায় ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা এক হাজার ৭১৯ জন। একদিনে শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যু ১ দশমিক ৫৩ শতাংশ। মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ পর্যন্ত মোট ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন ।

গতকাল সোমবারও করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৭৭৩ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ ছিল। এর আগে রবিবার করোনায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

আড়াই মাসে গতকাল দেশে শনাক্তের সংখ্যা সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি সর্বোচ্চ ২০ জনের মৃত্যুর খবর এসেছিল। দেশে গত বছর ৮ মার্চ করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জকরোন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যু ঘটে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App