এবার কোভিড আক্রান্ত হোলেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার রাতে নিজ ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরে নিভৃতবাসে থাকা এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পোস্ট করেই তিনি সমস্ত তথ্য জানিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীদের। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘শরীর ভালই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি’। প্রার্থনা, শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।
হঠাৎ করেই বলিউড থেকে টলিউডে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। সম্প্রতি বলিউড তারকা রণবীর কপূর করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও অভিনেত্রী তারা সুতারিয়া, পরিচালক সঞ্জয় লীলা বানসালি একই রোগের শিকার হয়েছেন। এ বারে টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণার শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া গেল।
View this post on Instagram
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।