×

শিক্ষা

৪১তম বিসিএস ১৯ মার্চেই হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৪:৫৪ পিএম

৪১তম বিসিএস ১৯ মার্চেই হবে

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে চাকরিপ্রার্থীরা বিসিএস পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে। ১৯ মার্চেই, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আছে পিএসসির। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এমনটিই জানিয়েছেন । তিনি সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমকে জানান, এখনও পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এই সিদ্ধান্তই এখন পর্যন্ত আছে। দেশে করোনার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের একটি অংশ। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। তারা বলেন, তাদের দাবির সঙ্গে একমত অনেক পরীক্ষার্থীই। মানববন্ধনে ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয়’, জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’ লেখাগুলো ফেস্টুনে শোভা পায়। এ সময় পরীক্ষার্থীরা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি ৪১তম বিসিএসের তারিখ নির্ধারণ করে ১৯ মার্চ। তাই আমরা তারিখটিকে স্বাগত জানিয়েছিলাম। এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবারও বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছে, তাই তারিখ পেছানো দরকার। পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ যাতে করে করোনা  না ছড়ায়। আমরা যারা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই? তবে পিএসসির যুক্তি হলো, এমনিতেই জট লেগে রয়েছে চারটি বিসিএসের। এ ছাড়া এই পরীক্ষাটি কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকাই হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী ৪১তম বিসিএসে আবেদন করেছেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App