×

খেলা

রেকর্ড ভাঙায় রোনালদোকে পেলের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৪:৪৬ পিএম

রেকর্ড ভাঙায় রোনালদোকে পেলের অভিনন্দন

ইনস্ট্রাগ্রামে রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন পেলে

ইতালিয়ান সিরি আয় কাগলিয়ারির বিপক্ষে রবিবার হ্যাটট্রিক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তিনটি গোলের মাধ্যমে তিনি তার পেশাদার ক্যারিয়ারে মোট ৭৭০টি গোল করেছেন। তার এই হ্যাটট্রিকে বড় জয় তুলে নেয় জুভেন্টাস। আর এই হ্যাটট্রিকের মাধ্যমে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন রোনালদো। নিজের ইনস্টাগ্রামে রোনালাদোকে অভিনন্দন জানিয়ে পেলে লেখেন, ‘ জীবন হলো একটি একক যাত্রা। সবাই তার গন্তব্যে যায়। আর সুন্দর এক যাত্রার মধ্যে তুমি আছো!। আমি সব সময় তোমাতে মুগ্ধ হই। আমি তোমার খেলা দেখতে পছন্দ করি আর এটি কোন গোপন কথা নয়। অফিসিয়াল ম্যাচে আমার রেকর্ড ভাঙায় তোমাকে অভিনন্দন।’ পেলে আরও বলেন, ‘আমার এখন একমাত্র দুঃখ্য হলো তোমাকে আমি জড়িয়ে ধরতে পারছি না। কিন্তু তোমার সম্মানে, তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই বন্ধুত্বের প্রতীক হিসেবে আন্তরিকতার মাধ্যমে এই ছবিটি দিলাম। তবে সকার স্ট্যাটিসটিকক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী রোনালদো এখনো পেলের রেকর্ডটি ভাঙেননি। কারণ তাদের তথ্য অনুযায়ী পেলে তার ক্যারিয়ারে মোট ৭৭৫টি গোল করেছিলেন। আর এই সকার স্ট্যাটিসটিকসের ফাউন্ডেশনের তথ্যকেই সঠিক বলে মনে করেন অনেকে। অবশ্য পেলে নিজে দাবি করেছিলেন যে তিনি ৭৬৭টি গোল করেছেন। তবে সকার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী পেলে ১৯৫৯ সাল থেকে শুরু করে ১৯৬২ সাল পর্যন্ত মিলিটারি দল ও সাও পাওলো সিলেকশন দলের হয়ে তিনি এই গোলগুলো করেছেন। এদিকে এর আগে রোনালদো যখন তার ক্যারিয়ারের ৭৬০তম গোলটি করেছিলেন তখন অনেকই তাকে অভিনন্দন জানিয়েছিল। কারণ এর মাধ্যমে তিনি চেক রিপাবলিকের ফুটবলার জোসেফ বিকানের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন। যদিও পরবর্তীতে চেক রিপাবলিকের ফুটবল অ্যাসোসিয়েশন জানায় যে বিকান ৭৫৯টি গোল করেননি। তিনি সব মিলিয়ে তার ক্যারিয়ারে ৮২১টি গোল করেছেন। বিকান ১৯৩১ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত খেলেছেন। চেক রিপাবলিকের ফুটবল ফেডারেশন তার ক্যারিয়ারে করা গোলগুলো পুনরায় হিসাব করে দেখেন যে বিকান ৮২১টি গোল করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App