×

সারাদেশ

গুরুদাসপুরে ঐতিহ্যবাহী পলো উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৩:৪৫ পিএম

গুরুদাসপুরে ঐতিহ্যবাহী পলো উৎসব

গুরুদাসপুরে ঐতিহ্যবাহী পলো উৎসব। ফাইল ছবি

গুরুদাসপুরে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক মাছ শিকারি অংশ নেন। ফলে নদীর উভয় তীরে উৎসুক জনতার ভীড় দেখা গেছে। সোমবার (১৫ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত আত্রাই নদীর কালাকান্দর মহাশ্বশান থেকে শুরু হয়ে চাঁচকৈড় ত্রিমোহনা পর্যন্ত ওই উৎসব চলে।

জানা গেছে, প্রতিবছর শুকনো মৌসুমে  খাল, বিল ও নদীর পানি কোমর পর্যন্ত পৌছালে ওই পলো উৎসব শুরু হয়। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত উপজেলার বিভিন্ন বিল, নদী জলাশয়ে ওই উৎসব চলে।

একপ্রকার বাঁশের তৈরি উপকরন দিয়ে তৈরি করা হয় পলো। এ পলো উৎসবে এক বা একাধিক নেতা থাকেন, যার নেতৃত্ব মেনে সবাই উৎসবে যোগদেন।

উৎসবে অংশ নিতে আসা মশিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের সজিব হোসেন জানান,পলো দিয়ে মাছ ধরতে একটা অন্য রকম অনুভূতি কাজ করে। কলেজ বন্ধ তাই বড়দের সাথে উৎসবে মাছ ধরতে এসেছি।

দলনেতা ছকির উদ্দিন জানান, আমরা প্রতিবছরই খড়া মৌসুমে দলবেঁধে মাছ ধরি। মাছ ধরার এ উৎসব আমাদের বাপ-দাদার আমল থেকে হয়ে আসছে।

পলো উৎসবে তাদের হাতে ছোট বড় বোয়াল, আইড়,শোল মাছসহ নানা প্রকার মাছ দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App