×

বিনোদন

অস্কার দৌড়ের তালিকা ঘোষণায় প্রিয়াঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:৪৪ পিএম

অস্কার দৌড়ের তালিকা ঘোষণায় প্রিয়াঙ্কা
অস্কার দৌড়ের তালিকা ঘোষণায় প্রিয়াঙ্কা

অবশেষে প্রকাশিত হল এ বারের অস্কারের মনোনীতদের সম্পূর্ণ তালিকা। এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য চূড়ান্ত লড়াই হবে কাদের মধ্যে, সে তালিকা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

সোমবার দু’ভাগে মনোনীতদের তালিকা ঘোষণা সম্পূর্ণ হতেই দেখা গেল, প্রিয়ঙ্কার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর নামও রয়েছে সে তালিকায়।

আগামী ২৫ এপ্রিল ঘোষণা হবে এ বছরের অস্কার জয়ীদের নাম। ৯৩তম অস্কার-সন্ধ্যায় আবারও আসল মঞ্চেই দেখা যাবে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

এক নজরে দেখুন অস্কারের মুখ্য নমিনেশন তালিকা-

সেরা ছবি-

দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অফ মেটার, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭।

সেরা পরিচালক-

ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি)।

সেরা অভিনেতা-

রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম) [মরণোত্তর], অ্যান্টনি হপকিংস (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ুন (মিনারি)।

সেরা অভিনেত্রী-

ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান ( প্রমিসিং ইয়াং উইম্যান)

সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বাং সংগৃহীত চিত্রনাট্য বিভাগে জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত ও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ম্যান বুকার প্রাইজ পেয়েছিল অরবিন্দ আদিগার লেখা একই নামের উপন্যাস, সেটাই রুপোলি পর্দায় তুলে ধরেছেন রামিন বাহরানি। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাজ কুমার রাও এবং আদর্শ গৌরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App