×

শিক্ষা

৬ মানদণ্ডে প্রস্তুত হবে পরীক্ষা প্রদানকারীর মেধাক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৬:১৮ পিএম

৬ মানদণ্ডে প্রস্তুত হবে পরীক্ষা প্রদানকারীর মেধাক্রম

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ বর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ৬টি মানদণ্ডের ভিত্তিতে পরিক্ষা প্রদানকারীর মেধাক্রম প্রস্তুত করা হবে। প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ দেড়লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে এক নির্দেশিকায় বলা হয়। নির্দেশিকাটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://gstadmission.com/) পাওয়া যাচ্ছে।

ভর্তি পরীক্ষার নির্দেশিকায় বলা হয়, বিজ্ঞান শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬টি মানদণ্ড যথাক্রমে এসএসসি ও এইচএসসির জিপিএ, এসএসসি ও এইচএসসির মার্কস, এইচএসসির পদার্থের জিপিএ, এইচএসসির পদার্থের মার্কস, এইচএসসির রসায়নের জিপিএ এবং এইচএসসির রসায়নের মার্কস। অন্যদিকে বাণিজ্য ও মানবিক শাখায় মেধাক্রম প্রস্তুতে ৬টি মানদণ্ড যথাক্রমে এসএসসি ও এইচএসসির জিপিএ, এসএসসি ও এইচএসসির মার্কস, এইচএসসির বাংলার জিপিএ, এইচএসসির বাংলার মার্কস, এইচএসসির ইংরেজির জিপিএ এবং এইচএসসির ইংরেজির মার্কস।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথমবর্ষে ভর্তির সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি/সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মোতাবেক একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি পর্যায়ে আবেদন করবে। প্রাথমিক আবেদনের পর উত্তীর্ণ হলে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর প্রাথমিক আবেদনের ফলাফল এবং চূড়ান্ত আবেদন শেষে আগামী ১৯ জুন, ২৬ জুন ও ৩ জুলাই গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত এই তিন দিনের কোন একদিন পরীক্ষা নেওয়া না গেলে ১০ জুলাই সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App