×

সারাদেশ

শিবালয়ে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১০:০০ পিএম

শিবালয়ে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও বি এম রুহুল আমিন রিমন

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে শিবালয় উপজেলার কার্যক্রম অব্যাহত রয়েছে। শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম রুহুল আমিন রিমন। এসময় শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইউএনও বি এম রুহুল আমিন রিমন সাংবাদিকদের বলেন, ‘সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে তা ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ‘সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর হারও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আমাদের এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে। আসুন সবাই মাস্ক পরিধান করি। এমতাবস্থায় নিজে সুস্থ থাকতে হবে, অপরকে সুস্থ রাখতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App