×

জাতীয়

রমজান উপলক্ষ্যে ৬ দফা দাবি মাংস ব্যবসায়ীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০১:৪০ পিএম

রমজান উপলক্ষ্যে ৬ দফা দাবি মাংস ব্যবসায়ীদের

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে মুক্ত আলোচনায় অংশ নেয় ব্যবসায়ীরা। ছবি: ভোরের কাগজ

খাদ্য নিরাপদ রাখার জন্য জীবাণুমুক্ত জবাই খানার জন্য ভেটেনারি সার্ভিসসহ ৬ দফা দাবি পেশ করেছে মাংস ব্যবসায়ী সমিতি। রোববার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এক মুক্ত আলোচনা ও সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে সংগঠনটি।

মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহাসচিব রবিউল আলমসহ সমিতির সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে এসব দাবি দাওয়া তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভেটেনারি সার্ভিস সিটি করপোরেশন ও পৌরসভায় নেই। তাই মাংস জীবাণুমুক্ত রাখতে পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে বিদেশ থেকে গরু মহিষ আমদানি বন্ধ করতে হবে।

পশুর বর্জ্য ও চামড়া রপ্তানির বাধা চিহ্নিত করতে হবে। চারটি আধুনিক জবাইখানা স্থাপন করারও দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App