×

জাতীয়

মুজিববর্ষের অনুষ্ঠান সারা দেশে প্রচারের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০১:৫৩ পিএম

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৭ই মার্চ থেকে বিটিভি নির্মিত বিশেষ অধিবেশন সংসদ টিভিসহ দেশের সব জেলা-উপজেলায় প্রচারের সুপারিশ করছে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি।

কমিটি বলেছে, বাংলাদেশ টেলিভিশনে নির্মিত অনুষ্ঠানগুলো সংসদ টিভিতে প্রচার করা তো হবেই এবং মুজিববর্ষ উপলক্ষে সংসদ টেলিভিশনে নির্মিত অনুষ্ঠানগুলো দেশের সব উপজেলায় প্রচারের জন্য সিডি আকারে সংসদ সদস্যদের নিকট পাঠানো হবে, দেশজুড়ে যাতে মানুষ এগুলো দেখতে পায় ও উপভোগ করতে পারে।

সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৭ম সভা রোববার কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।  সভায় কমিটি সদস্য সুবর্ণা মুস্তাফা এমপি, অপরাজিতা হক এমপি, রুমানা আলী এমপি, শবনম জাহান এমপি এবং নাহিদ ইজাহার খান এমপি অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App