×

অর্থনীতি

ব্যাংকগুলোতে লুটেরা শ্রেণি তৈরি হয়েছে: শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৭:০০ পিএম

ব্যাংকগুলোতে লুটেরা শ্রেণি তৈরি হয়েছে: শিল্পমন্ত্রী

ব্যাংকগুলো শুধু মুনাফাই দেখে। এখানে লুটেরা শ্রেণি তৈরি হয়েছে। এসএমইতে ঋণ দিতে অনেক আনুষ্ঠানিকতা, আর ব্যাংকের পরিচালকরা টাকা ভাগাভাগি করে নিয়ে যায় বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় গার্মেন্টস শিল্প মালিকদেরও সমালোচনা করেন শিল্পমন্ত্রী। মালিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শ্রমিকদের শ্রম চুরি করে তারা বড়লোক হয়েছে। আবার বিদেশে অর্থপাচার করে। নারী উদ্যোক্তাদের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন রূপকল্পকে এগিয়ে নিতে নারী-উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন, ২০০৯ সালে ২৮ শতাংশ নারী-উদ্যোক্তাদের সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। নারী-উদ্যোক্তাদের মধ্যে করদাতার হারও এ সময়ে ১০ শতাংশ থেকে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি স্নাতক পাস শিক্ষিত নারী-উদ্যোক্তার সংখ্যা বেড়েছে এবং পারিবারিকভাবে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার হারও বেড়েছে।

রবিবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মুজিববর্ষে নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান, জয়িতা ফাউন্ডেশনের এমডি আফরোজা খান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App