×

আন্তর্জাতিক

মনে রাখবেন আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর: মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১০:০৭ পিএম

মনে রাখবেন আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর: মমতা
কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ার করে বিশেষ জুতো পরে মিছিলে গেলেন তিনি। ট্যুইটে লিখলেন, “আমার পায়ে ব্যথা রয়েছে। কিন্তু মানুষের ব্যথা বেশি অনুভব করছি।” আহত হওয়ার পর রবিবার (১৪ মার্চ) কলকাতার মেয়ো রোডে প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে মমতা বলেন, “সকলকে অভিনন্দন নন্দীগ্রাম দিবসে। আজ কৃষক দিবস। আমার আজ বলবার সময় কম। অনেকে জানতে চেয়েছেন দিদি আপনার যন্ত্রনা কেমন? আমি বলি আমার শাররীক যন্ত্রনা থেকে হৃদয়ের , গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। আমি ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াবো। খেলা হবে। মনে রাখবেন আহত বাঘ অনেক ভয়ঙ্কর। চক্রান্তকারীদের সফল হতে দেওয়া যাবে না। তাই আমি ভাঙা পা নিয়ে রাস্তায় নেমেছি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার গান্ধী মূর্তির পাদদেশে আসার পর তৃণমূল কর্মী, সমর্থক, নেতারা যেন আবার ভরসা ফিরে পান। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উদ্ভাসিত হয়ে ওঠে সবার চোখ, মুখ। তৃণমূল নেত্রী গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ দেন।”এসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিল কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App