×

জাতীয়

জিয়ার মুক্তিযুদ্ধের স্বীকৃতি জামুকার হাতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৭:৫৭ পিএম

জিয়ার মুক্তিযুদ্ধের স্বীকৃতি জামুকার হাতে

জিয়াউর রহমান

জিয়াউর রহমান, খন্দকার মোশতাক আহমেদ এবং তাহের উদ্দিনের মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় স্বীকৃতির ভাগ্য ঝুলছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) গঠিত কমিটির হাতে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর জামুকা সিদ্ধান্ত নেবে। এমনটিই ভোরের কাগজকে জানালেন জামুকার মহাপরিচালক জহুরুল ইসলাম।

রবিবার (১৪ মার্চ) বৈঠকের বিষয় ও জিয়ার মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জিয়ার সঙ্গে খোন্দকার মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুরসহ যারা পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন, জাতির পিতার হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এতে তাড়াহুড়োর কিছু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App