×

তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় মনোযোগ দিচ্ছে ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:৪৯ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তায় মনোযোগ দিচ্ছে ফেসবুক
রিভিউটিতে দেখানো হয়েছে পোস্টগুলোতে এনগেজমেন্ট কমে যাওয়ার শঙ্কায় কীভাবে ভুল তথ্যের বিরুদ্ধে অবস্থান নেয়াকে ফেসবুক নিরুৎসাহিত করেছে। রিভিউর লেখক কারেন হো বলেন, যদি কোনো বুদ্ধিমত্তার মডেল পোস্টের এনগেজমেন্ট অধিক হারে কমিয়ে দেয়, তাহলে তাতে বিপর্যয় ঘটে। এছাড়া সবগুলো পোস্টই সবসময় নজরদারিতে রাখা হয়। তবে বিপত্তি ঘটে যখন এনগেজমেন্টের ক্ষেত্রে কোন কোন মডেল পোস্টগুলোর রিচ বাড়াতে সাহায্য করে তখনই। ফলে লোকজন যেসব ভুল তথ্য বা আপত্তিজনক জিনিস বেশি দেখতে পছন্দ করে, তাই সামনে চলে আসে। রিভিউটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে ডানপন্থীদের ছড়ানো ভুল তথ্যের দিকে নজরদারিতার অভাবের প্রমাণও তুলে ধরা হয়। এগুলো তখনই ঘটতে শুরু করে যখন রিপাবলিকান দলের সদস্য ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ প্রশাসনের সাবেক কর্মকর্তা জোয়েল কাপলান ফেসবুকের গেøাবাল পাবলিক পলিসি-সংক্রান্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এমআইটির রিভিউটিতে বলা হয়, ২০১৮ সালে মিয়ানমারে মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চলাকালে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা টুলগুলো হিংসা প্রচারকারীদের পক্ষে বেশ সহায়তা করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসব হ্যানি ফরিদ বলেন, যখন আপনার ব্যবসায়িক উদ্দেশ্যই হবে সর্বোচ্চ এনগেজমেন্ট, তখন আপনি সত্যের প্রতি তেমন আগ্রহী হবেন না। কারণ এসব ভুল তথ্যই আপনার বন্ধু। আপনি তখন ক্ষতি, বিভক্তি ও বিতর্ক নিয়ে সচেতন থাকবেন না। হ্যানি ফরিদ এর আগে ছবি ও ভিডিওর মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধে ফেসবুকের সঙ্গে কাজ করেছেন। ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা দলের সংজ্ঞা অনুযায়ী তাদের ফেয়ার পলিসি রক্ষণশীল ও উদারনৈতিক দলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যারাই বেশি ভুল তথ্য ছড়াবে, টুলগুলো তাদের পোস্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। কিন্তু কাপলানের অধীনস্থ দলটি রক্ষণশীলদের প্রতি যথেষ্ট ব্যবস্থা নেয়া থেকে বিরত থেকেছে, যতটা ব্যবস্থা উদারপন্থীদের বিরুদ্ধে নেয়া হয়েছে। যখনই কোনো টুল সমানভাবে পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তখনই তারা সেসব টুল বন্ধ করে দিয়েছে। রিভিউতে দেখানো হয়, ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তার দলটি একটি চিকিৎসা-সংক্রান্ত টুল বন্ধ করে দিয়েছিল, যা ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে বাধা দিচ্ছিল। একজন সাবেক গবেষক বলেন, যখন টুলগুলোকে প্রভাবিত করা হয় তখন তা ব্যবহার করার আর কোনো গুরুত্ব থাকে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App