×

পুরনো খবর

সরগরম মঞ্চপাড়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১২:৫০ এএম

নতুন নাটকের মঞ্চায়ন, নাটক বিষয়ক আলোচনা অনুষ্ঠানে জমে উঠেছে নাট্যাঙ্গন। মঞ্চে একের পর এক আসছে নতুন নাটক। পাশাপাশি নাটকের নিয়মিত প্রদর্শনী তো হচ্ছেই। দেশের এ সপ্তাহের নাট্যাঙ্গনের কিছু চিত্র তুলে ধরা হলো এই প্রতিবেদনে। গ্রন্থনা করেছেন হেমন্ত প্রাচ্য

মঞ্চে নতুন নাটক ‘আলোর পাখিরা’ সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘নব আনন্দ’ মঞ্চে এনেছে নাটক ‘আলোর পাখিরা’। গত ৪ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং ঢাকার নাট্যাঙ্গনে কয়েকজন নারী অভিনেত্রী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শামীমা শওকত লাভলী। আলোক পরিকল্পনা করেছেন ইশতিয়াক হোসেন। সংগীত পরিকল্পনা করেছেন মাজহারুল ইসলাম জুয়েল ও সজীব বিশ্বাস। পোশাক পরিকল্পনা করেছেন ইভান রিয়াজ ও আশা। কোরিওগ্রাফি করেছেন শামীমা আক্তার মুক্তা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- স্নেহা, আরাফাত, সামিয়া, সুমাইয়া, সুইটি, দোলা, স্বর্ণা, তিন্নি, সুলতানা, সাদিয়ে, মৌসুমী ও রুহুল আমীন।

মঞ্চে এসেছে ‘বইপোকার পাঠাগার’ মঞ্চে এসেছে নতুন নাটক ‘বইপোকার পাঠাগার’। গতকাল শুক্রবার সন্ধ্যায় দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এটি প্রযোজনা করেছে ‘দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা’। অপূর্ব কুমার কুণ্ডুর লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন আবু আজাদ। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন জান্নাতুল ফেরদৌস চায়না, কোরিওগ্রাফি করেছেন ফারজানা নাসরিন লিজা। অভিনয় করেছেন ইকবাল আজিজ, তানিশা, ইসরাত, নাদিয়া, অন্যা, ইনিশা, অর্পিতা, ইশাল, হামিম, অপু, অন্তি, সোহা প্রমুখ। নির্দেশক আবু আজাদ বলেন, ‘জীবনের একটা বড় সময় ধরে দলের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযোজনায় নেপথ্য থেকে আলো জ্বেলেছি, শব্দ প্রক্ষেপণ করেছি, মাঝে মধ্যে অভিনয়ও করেছি। কিন্তু এই প্রথম নাটকের নির্দেশনার কাজটি করেছি।’

থিয়েটার কথন আলাপনে মলয় ভৌমিক থিয়েটার কথন আলাপনে অংশ নিয়েছেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক। গতকাল শুক্রবার সকালে নওগাঁর প্যারিমোহন লাইব্রেরিতে এই আলাপন অনুষ্ঠানটি হয়। এতে ‘বিকল্প থিয়েটার ভাবনায় বর্তমান প্রেক্ষাপটে থিয়েটার চর্চা’ বিষয় নিয়ে কথা বলেন মলয় ভৌমিক। থিয়েটার কথনের অ্যাডমিন নিমাই সরকার বলেন, ‘নওগাঁতে থিয়েটার নিয়ে এমন একটি সেমিনার আয়োজন নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি। মলয় ভৌমিক একাধারে নাট্যকার, নির্দেশক, শিক্ষক ও সংগঠক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দেশের নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। পড়ুন : পৃষ্ঠা-১০ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে ১৯৭১ সালে ৭ নং সেক্টরের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তার মতো গুণীজনের এই আলাপচারিতার অনুষ্ঠানটি নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করবে বলে মনে করি।’

চট্টগ্রামে ‘ভালোবাসি ভালোবাসি’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটক ‘ভালোবাসি ভালোবাসি’। ও হেনরির গল্প অবলম্বনে কিরণ মৈত্রের নাট্যরূপে নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। এটি প্রযোজনা করেছে স্কেচ গ্যালারি। মঞ্চ, আলোক, পোশাক ও শিল্প নির্দেশনায় রয়েছেন কে এম সানাউল হক, আবহে মো. মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা মো. মানিক হোসাইন। অভিনয় করছেন বাপ্পীহায়দার, শাহরিয়ার হান্নান, নাঈমা নাজনীন, হৈমন্তী আক্তার, আশীষ নন্দী, নাজিম উদ্দীন মামুন ও দিলরুবা জাহান। প্রদর্শনীর পূর্বে মিলনায়তনের কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘খৈলান পালা’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হতে যাচ্ছে ‘খৈলান পালা’। কুশানশিল্পীদের সুখ-দুঃখকে উপজীব্য করে নির্মিত হয়েছে এ নাটকটি। গাইবান্ধার সারথি থিয়েটার প্রযোজিত নাটকটির কাহিনীবিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জুলফিকার চঞ্চল। আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পূর্বচত্বরে (পরিবহন মার্কেট) নাটকটির প্রদর্শনী হবে। ‘একটি আনর্ত-অন্তর্বর্তী আয়োজন’ শীর্ষক প্রদর্শনীটির ব্যবস্থাপনায় রয়েছেন রহমান রাজু। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রিজু, রফিকুল, বীথি, ভুতু, মামুন, অনিক, তাজুল, দীগেন, সহিদা, কেয়া, সুদাস, চঞ্চল, আতিক, শুভ, আশিক, বৃষ্টি, অঞ্জলি, চুমকী, দীপিকা, জয়, কৃষ্ণ, চিনু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App