×

চিত্র বিচিত্র

এক ভয়ঙ্কর গ্রহাণু ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটছে !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১২:২২ পিএম

এক ভয়ঙ্কর গ্রহাণু ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটছে !

ফাইল ছবি

এক ত্রাসের কথা মাঝে মাঝেই শোনা যায়। মহাজাগতিক ত্রাস। যার ভয়ে পৃথিবী নামের গ্রহটি কুঁকড়ে থাকে। প্রচণ্ড গতিতে ছুটে আসা অন্ধকার মহাকাশ থেকে কোন মহাজাগতিক বস্তু, গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। থাকবে তো গ্রহটির অস্তিত্ব? এর পর কী হবে? মানুষ বেঁচে থাকবে?

এত কথার সাতকাহন কারণ, বৃহস্পতিবার (১১ মার্চ) নাসা জানিয়েছে, এ সৌর-সংসারের বৃহত্তম গ্রহাণুটি পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে ২১ মার্চ নাগাদ। গ্রহাণুটির নাম হলো ২০০১ এফও৩২, যেটির ব্যাস প্রায় ৩০০০ ফুট। এটি আবিষ্কার হয়েছিল২০ বছর আগে। খবর জি নিউজের।

শুরুতে এ লেখায় যে আশঙ্কার কথা বলা হয়েছে, আগামী ২১ তারিখে তার কোন পূর্বাভাসও নেই। কেননা `সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের‘ প্রধান পল খোডাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই গ্রহাণুটি কোনভাবেই পৃথিবীর গায়ে এসে পড়ার আশঙ্কা নেই। জানা গেছে, এটি পৃথিবীর ২০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। তবে এটাও ঠিক, `২০০১ এফও৩২‘ নামক গ্রহাণুটিকে বিজ্ঞানীরাই খুব `ঝামেলাবাজ এক গ্রহাণু বলেও অ্যাখ্যা দিয়েছেন। জানা গেছে, গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ছুটে যাবে ৭৭০০০ মাইল বেগে। ভয়ঙ্কর এক বেগ। পল খোডাস জানিয়েছেন, দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App