×

সারাদেশ

মাধবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে গাছ কর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৩:১৯ পিএম

মাধবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে গাছ কর্তন

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।

আলাবক্সপুর গ্রামের ইমানি দেব জানান, বুধবার (১০ মার্চ) বিকেলে বিনয় ভুষন দেবের ছেলে বিপুল চন্দ্র দেব ও তার লোকজন গাছ কেটে নিয়ে গেছে । তিনি বাধা দিলেও তারা বাধা শুনেনি।

 মামলার সূত্রে জানা যায়, আলাবক্সপুর গ্রামের মৃত বিজয় কৃষ্ণ দেবের ছেলে বিশ্বনাথ চন্দ্র দেব এর ভোগ  দখলকৃত জায়গা একই গ্রামের মৃত বিনয় ভুষন দেব এর ছেলে বিপুল চন্দ্র দেব দখল করার চেষ্টা করেন।

 বিপুল চন্দ্র দেব তপশীল উক্ত জায়গা থেকে জোরে উচ্ছেদ করতে চেষ্টা করে যাচেছ। এই ঘটনায় বিশ্বনাথ চন্দ্র দেব বাদি হয়ে হবিগঞ্জের  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আদেশ দেন এবং বিরোধ পূর্ন জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ১৪৪ ধরা জারি করেন।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বিপুল চন্দ্র দেব ও তার লোকজন বুধবার বিকেলে ৫ টি গাছ কেটে নিয়ে যায়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) উত্তম কুমার দাস জানান, বিষয়টি তিনি জানেন না। কোন অভিযোগ কেউ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App