×

শিক্ষা

বিসিএস পরীক্ষা পেছানো হচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১১:২৪ এএম

করোনার প্রাদুর্ভাবের কারণে বিসিএস পরীক্ষা পেছানো হবে না। আগামী ১৯ মার্চ ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে এখনো আছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। গত কয়েকদিনে করোনা পরিস্থিতির জন্য আগামী ১৯ মার্চে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি। ৪১তম বিসিএস প্রার্থীদের টিকা দেয়ার পর পরীক্ষা শুরু করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। এজন্য অবিলম্বে পরীক্ষা পেছানোরও দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মতো বিসিএস পরীক্ষার্থীদের টিকার আওতায় এনে তারপর পরীক্ষা নেয়ার দাবি তাদের। করোনাভাইরাসের নতুন ধরন ও সংক্রমণের উর্ধগতির মধ্যে শিক্ষার্থী ও তাদের পরিবার ঝুঁকিতে পড়বে। এ সময়ে চার লাখ ৭৫ হাজার বিসিএস পরীক্ষার্থী অভিভাবকসহ দেশজুড়ে ছুটোছুটি করলে দেশের সব জায়গায় পরিস্থিতি অবনতির সুযোগ সৃষ্টি হবে। পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বলেন, যখন তারিখ ঘোষণা করা হয়েছে তখন তো আক্রান্তের সংখ্যাও কম ছিল। কদিন ধরে সংখ্যা বাড়ছে। তবে এটাওতো ঠিক যে, পরীক্ষাটা ১৯ তারিখ হোক সেটাও অধিকাংশ পরীক্ষার্থী চায়। এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬০টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পাবলিক এক্সামিনেশন (অফেন্স) এ্যাক্ট ১৯৮০ অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেটদের আগামীকাল ১৩ মার্চ বিকেল ৩টায় সরকারী কর্ম-কমিশনের (পিএসসি) ওয়ার্কশপ/সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ সরকারী কর্ম-কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার জন্য পিএসসিকে সহায়তা দিতে প্রশাসনের ৪০ জন সহকারী সচিবকে (নন-ক্যাডার) সংযুক্তি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App