×

সারাদেশ

কুমিল্লায় চলন্ত বাসে আগুন : মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৫:১৪ পিএম

কুমিল্লায় চলন্ত বাসে আগুন : মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড

দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় চালক ও বাসের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দুপুরে এ মামলা দায়ের করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, মতলব পরিবহনের মতলব এক্সপ্রেসের মালিক মিজানুর রহমান ও চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। চালকের পরিচয় এখনও জানা যায়নি। দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে বাসটি পৌঁছলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এ সময় বাসের ভিতরেই দগ্ধ হয়ে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের ৭৫ বছরের রফিকুল ইসলাম ও একই উপজেলার বনুয়াকান্দি গ্রামের পাঁচ বছরের সাখিন মারা যায়। এতে আহত হন অন্তত ২১ জন। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে শর্টসার্কিট থেকে এ আগুনের সূএপাতের ঘটনাটি ঘটেছে। তিনি আরো বলেন, বাসের সিলিন্ডার গুলো অক্ষত রয়েছে। যদি সিলিন্ডার বিস্ফোরণ হতো তাহলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উড়ে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। তবে কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহত ৯ জনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App